হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, এর ফলে গুগল সার্চ করলেই নাকি মিলছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য, ছবি, ভিডিও। এমনকি কথোপকথনও প্রকাশ্যে চলে আসছে। ফলে হোয়াটসঅ্যাপ ছেড়ে অনেকেই অন্যান্য মেসেজিং অ্যাপের দিকে ঝুঁকে পড়ছেন। ‘মেড ইন ইন্ডিয়া’ ম্যাসেজিং অ্যাপ বলে দাবি করা টেলিগ্রামের দিকেই ঝোঁক বেশি। ফলে চাপে পড়েই মুখ খুলল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
তাঁরা জানিয়ে দিল, ভয় পাওয়ার কিছু নেই, হোয়াটসঅ্যাপে গ্রাহকদের সম্পূর্ণ তথ্যই একশো শতাংশ নিরাপদ ও সুরক্ষিত। নতুন প্রাইভেসি পলিসির কারণে তা বিঘ্নিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। মার্ক জুকারবার্গের সংস্থা জানিয়েছে, ইউজার ও গ্রুপ ইনভাইট যাতে গুগল ইনডেক্স না হয়ে যায়, তার জন্য পদক্ষেপ নিয়েছে তারা। গুগল যাতে ওই চ্যাটগুলি ইনডেক্স না করে, তার জন্য হোয়াটসঅ্যাপ তাদের অনুরোধ করেছে বলেও জানিয়েছে সংস্থা। এছাড়াও হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা শুধু বিজনেস অ্যাকাউন্টের সঙ্গে যোগোযোগটি ফেসবুকের সঙ্গে শেয়ার করে।
We want to address some rumors and be 100% clear we continue to protect your private messages with end-to-end encryption. pic.twitter.com/6qDnzQ98MP
— WhatsApp (@WhatsApp) January 12, 2021
Post a Comment
Thank You for your important feedback