এক যুবতীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাগুইআটির ইস্ট মল রোডে। শনিবার রাতে তালা ভেঙে ওই যুবতীর দেহ উদ্ধার করে বাগুইআটি থানার পুলিশ। পলাতক সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সুইটি কৌর নামে ওই যুবতী সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রীর পরিচয়ে বাগুইআটিতে মৃণালকান্তি মণ্ডলের বাড়িতে তিনমাস আগে ভাড়া আসেন। তবে পরে জানা যায়, তাঁরা বিবাহিত নন। সুইটি বিভিন্ন পানশালায় চুক্তিভিত্তিক নৃত্যশিল্পী ছিলেন। ৩১ ডিসেম্বর রাতেও সুইটিকে শেষবারের মত দেখেছিলেন বাড়িওয়ালা। তারপরে আর তাঁকে দেখা যায়নি।
এরপর শনিবার বাড়ি থেকে পচা গলা গন্ধ পেয়ে বাড়িওয়ালা বাগুইআটি থানায় খবর দেন। এদিকে রাতেই অন্য এক সূত্র মারফত খবর পেয়ে আসে বাগুইআটি থানার পুলিশ। তারা এসে তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় সুইটির দেহ। তাঁর মুখে বালিশ চাপা দেওয়া ছিল। বালিশ সরাতেই দেখা যায় সুইটির নাকের পাশে রক্তের দাগ। তবে এই ঘটনা সামনে আসার পর থেকেই খোঁজ নেই সৌরভ চক্রবর্তীর। পুলিশের সন্দেহ এই ঘটনায় জড়িত থাকতে পারে ওই যুবক। প্রেমঘটিত কারণেই তাঁকে খুন করা হতে পারে। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। জানা গেছে, খুনের পরই বন্ধুদের সৌরভ জানায় সে রাগের মাথায় খুন করে ফেলেছে। এমনকী এরপরে সে বন্ধুর বাড়িতেই আশ্রয় নেয়। পলাতক সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দোষীদের শাস্তির দাবি করেছেন সুইটির দিদি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback