ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে ১১৪ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করলেন রবিচন্দ্র অশ্বিন। দ্বিতীয় ইনিংসের প্রথম বলে ইংল্যান্ডের ওপেনার ররি বার্নসকে আউট করেন তিনি। সেই উইকেট পেয়েই ছুঁয়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার স্পিনার বার্ট ভাগলারকে। ১৯০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংস শুরুর প্রথম বলেই উইকেট পেয়েছিলেন ভগলার। এরপর থেকে কেউ ওই রেকর্ড ভাঙতে পারেনি। ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংস শুরুর প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়লেন। ইংল্যান্ডের ববি পিল ১৮৮৮ সালে প্রথম ইনিংসের প্রথম বলে উইকেট পেয়েছিলেন।
Post a Comment
Thank You for your important feedback