২০১৯ সালের আজকের দিনই কাশ্মীরের পুলওয়ামায় ভয়ানক আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছিলেন চল্লিশের বেশি সেনা জওয়ান। এর দ্বিতীয় বর্ষপূর্তির দিনই বড়সড় নাশকতার ছক বানচাল করল জম্মু-কাশ্মীর পুলিশ। রবিবার জম্মুর একটি জনবহুল বাস স্ট্যান্ড থেকে সাত কিলোগ্রাম ইম্প্রোভাইজড এক্সপ্রোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়।
এরপর জম্মুর বাসস্ট্যান্ড থেকে সুহেল নামে এক জঙ্গিকেও গ্রেফতার করা হয়েছে। সে পুলওয়ামার বাসিন্দা। আল-বদর নামে একটি জঙ্গি সংগঠনের সদস্য ধৃত জঙ্গি সুহেল। পুলিশের অনুমান পুলওয়ামার ধাঁচেই কোনও বড়সড় নাশকতার ছক করছিল জঙ্গি সংগঠনগুলি। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি জম্মুর কুঞ্জওয়ানি থেকে লস্কর-ই-মুস্তাফার স্বঘোষিত কমান্ডার হিদায়াতুল্লাহ মালিককে ধরে গোয়েন্দারা। তাঁকে জেরা করেই এই অঞ্চলের জঙ্গি সদস্যদের নাম ও ফোন নম্বরের হদিস পেয়েছিল গোয়েন্দারা। সেই তথ্যের ভিত্তিতেই চলছিল নজরদারি। ফলে বিস্ফোরকের খবরও পেয়ে যায় তাঁরা। রবিবার সকালেই জম্মুর বাজার এলাকায় বিস্ফোরক আসতেই পাকড়াও করে পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback