ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার তাঁর বঙ্গ সফর সীমাবদ্ধ থাকবে মূলত কলকাতা শহরেই। দু’দিন তিনি কলকাতায় থাকবেন। রয়েছে একাধিক কর্মসূচি। এরমধ্যে অন্যতম হল ২ মার্চ উত্তর কলকাতার টালা থেকে ধর্মতলা পর্যন্ত রোড শো। এবং পরের দিন অর্থাৎ ৩ মার্চ তিনি রোড শো করবেন দক্ষিণ কলকাতার রাসবিহারী থেকে রবীন্দ্র সদন পর্যন্ত। এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই হাজরা মোড়েও জনসভা করতে পারেন অমিত শাহ। যদি শুক্রবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেয় নির্বাচন কমিশন তবে এরপর এটাই হবে শাহর প্রথম বঙ্গ সফর। বিশেষজ্ঞদের বক্তব্য, নির্বাচনী বিধি লাগু হয়ে গেলে কেউই আর প্রতিশ্রুতি দেওয়া বা কোনও ঘোষণা করতে পারবেন না। সেটা আগাম আঁচ করেই অমিত শাহর সফরসূচিতে বেশিরভাগই রোড শো রাখা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback