সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এর আগে এদিন সকালে তিনি অসমের ধোমাজি এলাকায় এক সভা করলেন। সেখান থেকেই তিনি ইঙ্গিত দিলেন কবে ভোট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। অসমের সভা থেকে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘মার্চের প্রথম সপ্তাহেই কমিশন বিধানসভা ভোটের দিন ঘোষণা করতে পারে। কমিশন নিজের কাজ করবে। তবে তার আগে যতবার সম্ভব আমি অসমে আসব’। উল্লেখ্য, একবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই কোনও সরকারি প্রকল্প উদ্বোধন বা ঘোষণা করা যায়না। প্রশাসন চলে যায় নির্বাচন কমিশনের আওতায়। তাই ভোটের আগে সরকারি সফরে অসম ও পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যে যতবার সম্ভব সফর করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী ইঙ্গিত দিলেন, গত বারও ৪ মার্চ ভোটের দিনক্ষণ জানিয়েছিল কমিশন। তাই এইবার একই সময় ঘোষণা হতে পারে।
প্রসঙ্গত, ভোটের আগে গত একমাসে অসম ও পশ্চিমবঙ্গে এটা মোদির তৃতীয় সফর। অসমেই তিনি বাংলার জনতার উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, ‘ডবল ইঞ্জিন’ সরকার কীভাবে একযোগে অসমের উন্নতিসাধন করেছে। এরপরই তিনি কলকাতার উদ্দেশ্য রওনা দেন বিশেষ বিমানে। বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রধানমন্ত্রীর বিমান কলকাতায় এসে পৌঁছায়। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি। ছিলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুও। অপরদিকে কলকাতা বিমানবন্দরে ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া বৈশালি ডালমিয়া এবং অভিনেতা হিরন। বিমানবন্দর থেকেই প্রধানমন্ত্রী হুগলির চুঁচুড়ায় উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রেলের একটি সরকারি অনুষ্ঠান ছাড়াও একটি দলীয় সভায় ভাষণ দেবেন।
Post a Comment
Thank You for your important feedback