করোনা আবহে বিশ্বের প্রচুর ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে আবার উল্টো ঘটনাও ঘটেছে অনেক ব্যবসায়ীর ক্ষেত্রে। ব্রিটিশ সরকার করোনাকালে ধনবৃদ্ধির ব্যবসায়ীদের উপর অতিরিক্ত কর বসাল। তাদের সরকার পরিষ্কার জানিয়েছে, বেশকিছু ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে কোনও না কোনও ব্যবসায়ী লাভবান হবেন। কাজেই যারা এই কঠিন সময়ে অতিরিক্ত লাভবান হয়েছে তাদের উপর বিশেষ ট্যাক্স বসানো হল। এই ঘটনা দেখে প্রশ্ন উঠেছে আমাদের দেশেও। প্রশ্ন এসেছে, দেশের এক শ্রেণীর অতি ধনবানরাও কোভিড কালে কোটি কোটি টাকা লাভ করেছে। তবে কেন অর্থমন্ত্রী তাঁদের কেন উপর বিশেষ কর বসবেন না?
আমাদের দেশে অর্থনীতির বিশেষজ্ঞদের একাংশের মত, ব্রিটেনের মতো আমাদের দেশে এক শ্রেণীর 'বিশেষ ধানবান' আছেন যাঁরা করোনা আবহে নিজেদের ব্যবসার ফায়দা তুলে কোটি টাকা লাভ করেছেন এবং তাঁরা যুক্তি দেন আন্তর্জাতিক মানবধিকার সংগঠন 'অক্সফ্যাম'এর সাম্প্রতিক প্রতিবেদনের। সংস্থাটি জানাচ্ছে, দেশের অতি ধনীরা করোনা আবহে তাঁদের সম্পদ বাড়িয়েছেন ৩৫ শতাংশ।
Post a Comment
Thank You for your important feedback