ই-স্কুটারে নবান্নের পথে মমতা, চালক ফিরহাদ, জ্বালানীর মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ

দেশে লাগামহীনভাবে বাড়ছে পেট্রল এবং ডিজেলের দাম। আর অভিনব কায়দায় প্রতিবাদে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ই-স্কুটারে চেপেই নবান্নে যাচ্ছে মুখ্যমন্ত্রী। স্কুটারটি চালাচ্ছেন কলকাতার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার সকাল ১১টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে গাড়ির বদলে পায়ে হেঁটেই হাজরা মোড়ে চলে আসেন মুখ্যমন্ত্রী। সেখানেই একটি ইলেকট্রিক স্কুটার নিয়ে চলে আসেন ফিরহাদ হাকিম। তাতেই মাথায় হেলমেট পড়ে চেপে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর স্কুটারে বসিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা হল ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর গলায় পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে একটি ব্যানারও ঝোলানো ছিল। যদিও মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীরা বাইক নিয়েই তাঁর সঙ্গে যাচ্ছেন। দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্নের পথে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post