পামেলা কাণ্ডে এবার নোটিশ অনুপম ও শঙ্কুকে

শুক্রবার কয়লা কাণ্ডে একদিকে যখন ইডি-সিবিআই তোলপাড় করে দিচ্ছে পশ্চিমবঙ্গের নানান প্রান্ত। ঠিক তখনই কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার নোটিশ গেল বিজেপি নেতা অনুপম হাজরা এবং শঙ্কুদেব পাণ্ডার বাড়িতে। বিষয় পামেলা কাণ্ড। বিজেপির যুবনেত্রী পামেলা গোস্বামী সম্প্রতি কলকাতা পুলিশের হাতে ড্রাগ সহ ধরা পড়েন। পামেলার বয়ানের উপর নির্ভর করে গ্রেফতার হয়েছেন আরও এক বিজেপি নেতা রাকেশ সিংকে। কোর্টের আদেশে এঁরা এখন পুলিশের হেফাজতে। সূত্র মারফত জানা যাচ্ছে যে এদের জেরা করে উঠে এসেছে বিজেপির অরক দুই নেতা অনুপম হাজরা এবং শঙ্কুদেব পান্ডার নাম। এই কারণে দুই নেতাকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।


যদিও নোটিসের বিষয়ে আলোকপাত করতে পারেননি অনুপম হাজরা। তবে এমনটি হলে তাতে প্রতিহিংসার গন্ধ পাচ্ছেন তাঁরা। এই বিষয়ে শঙ্কুদেব পান্ডার বক্তব্য জানা যায়নি কারণ তাঁর পরিচিত ফোন নম্বরটি বন্ধ। ধরা পড়ার পর পামেলা গোস্বামী রাকেশ সিংয়ের নাম উল্লেখ করেছিলেন। কিন্তু বাকি দুই নেতার সূত্র এর মধ্যে কি করে এল, তা নিয়ে এখনও পর্যন্ত সরকারি বক্তব্য জানা যায়নি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post