মুম্বইয়ের একটি হোটেলের ঘর থেকে মিলল দাদরা ও নাগর হাভেলির সাত বারের সাংসদ মোহন দেলকরের মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান ওই নির্দল সাংসদ আত্মহত্যা করেছেন। সূত্রের খবর, হোটের রুম থেকে একটি গুজরাটি ভাষায় লেখা সুইসাইড নোটও উদ্ধার করেছে মুম্বই পুলিশ। যদিও পুলিশের বক্তব্য, দেহ ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব। ফলে কোনও সম্ভবনাই উড়েয়ে দেওয়া যায়না। দাদরা ও নাগর হাভেলির সাত বারের সাংসদ মোহন দেলকর এলাকায় যথেষ্ঠ প্রভাবশালী ছিলেন। পাশাপাশি তিনি সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্যও ছিলেন মোহন দেলকর। তিনি তিনবার কংগ্রেসের এবং তিনবার বিজেপির টিকিটে লোকসভায় জিতে সাংসদ হয়েছেন। তবে শেষবার নিজের প্রতিষ্ঠিত নবশক্তি পার্টির চিহ্নে জিতেই সাংসদ ছিলেন। সোমবারই তাঁর মৃতদেহ উদ্ধার হয় মুম্বইয়ের এক বিলাশবহুল হোটেলের ঘর থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback