আজাদের জায়গায় রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন

প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের জায়গায় বিরোধী নেতা হচ্ছেন আরেক প্রবীণ নেতা মাপান্না মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার একথা জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি জমা দিয়েছে কংগ্রেস। গত লোকসভায় ৭৬ বছরের মল্লিকার্জুন ছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। ২০১৯ সালের লোকসভার ভোটে তিনি জীবনে প্রথম হেরে যান কর্নাটকের গুলবার্গা কেন্দ্রে। লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মল্লিকার্জুন কর্নাটকের গুরমিতকল বিধানসভা কেন্দ্রে পরপর ৯ বার জিতেছেন।  

আজাদ সহ রাজ্যসভার ৪ সদস্য অবসর নিয়েছেন।  মঙ্গলবার বিদায়বেলায় আজাদের ভূয়সী প্রশংসা করে কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, আজাদের শূন্যস্থান পূরণ করা অসম্ভব। আজাদ শুধু নিজের দলেরই নয়, দেশের কথাও ভাবতেন। ১৫ ফেব্রুয়ারি আজাদ এবং নাজির আমেদ লাওয়ে অবসর নিচ্ছেন। মির মহম্মদ ফয়াজ এবং শামসের সিং মানহাস অবসর নিয়েছেন ১০ ফেব্রুয়ারি। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post