আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কয়েক হাজার সমর্থকরা আজ ব্রিগেডমুখী। ট্রাক কিংবা বসে করেই তাদের যাত্রা। ঝাঁকে ঝাঁকে সাদা সবুজের ডোরাকাটা পতাকা নিয়ে চরম উৎসাহী তাঁরা। মুখে স্লোগান কি হতে পারে তাই নিয়ে চলছিল নানান জল্পনা। যতই তারা বলুক ধর্ম নিরপেক্ষ ফ্রন্ট, আসল ক্ষেত্রে দেখা গেলো প্রায় সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। আবার একটি লরি দেখা গেলো তাতে লেখা 'আমরা নিম্নবর্গ’।
স্লোগানে 'বন্দেমাতরম' বা 'জয় হিন্দ' ধ্বনি নেই। সরাসরি বামেদের স্লোগান ‘ইনকিলাব জিন্দাবাদ’। শুধু তাই নয় স্লোগানে ফিরে এলো 'সমাজতন্ত্রের'বাণী। অর্থাৎ এটা পরিষ্কার কংগ্রেস জোটে থাকলেও আব্বাস প্রচারে বামকেই বেছে নিয়েছে। এখন দেখার বিষয় ব্রিগেডে আব্বাস কি ধ্বনি দেন।
Post a Comment
Thank You for your important feedback