করোনা মোকাবিলায় ভারত অগ্রণী ভূমিকা গ্রহন করেছে। সুচারুভাবে করোনা সংক্রমণ ঠেকিয়ে প্রাণহানি অনেকটাই কমাতে পেরেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এছাড়া বিশ্বের একাধিক দেশে করোনার টিকা পাঠিয়েছে ভারত। সবমিলিয়ে করোনা মোকাবিলায় ভারত এবং প্রধানমন্ত্রীর প্রশংশায় পঞ্চমুখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus)। পাশাপাশি তিনি অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছেন। টুইটারে টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস লিখেছেন, কোভ্যাক্সের প্রতি আপনি দায়বদ্ধতা ও টিকা সাম্যকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি)। আপনার পাঠানো ভ্যাকসিন সহযোগিতা করছে ৬০টি দেশকে। সে দেশগুলি তাদের স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের টিকাকরণ শুরুও করেছে। আশা করি অন্য দেশগুলিও আপনার কাজকে অনুসরণ করবে।
Thanks 🇮🇳 & Prime Minister @narendramodi for supporting #VaccinEquity. Your commitment to #COVAX and sharing #COVID19 vaccine doses is helping 60+ countries start vaccinating their #healthworkers and other priority groups. I hope other countries will follow your example.
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) February 25, 2021
উল্লেখ্য, ইতিমধ্যেই বাংলাদেশ, ভুটান, মায়ানমার,
নেপাল, মালদ্বীপ সহ আফ্রিকার একাধিক দেশে করোনার টিকা (Corona Vaccine)
পাঠিয়েছে ভারত। আরও কয়েকটি দেশে দিন কয়েকের মধ্যেই টিকা পাঠাবে ভারত। দেশের
অভ্যন্তরেও টিকাকরণ দ্বিতীয় পর্যায়ে পড়বে আগামী ১ মার্চ থেকে। এই পর্যায়ে
দেশের বয়স্ক এবং কো-মর্বিডিটি যুক্ত ব্যাক্তিরা করোনার টিকা পাবেন।
বর্তমানে দেশে করোনা সংক্রমণ অনেকটাই স্বস্তিদায়ক বলে জানিয়েছে কেন্দ্রীয়
স্বাস্থ্যমন্ত্রক।
Post a Comment
Thank You for your important feedback