বামেদের সঙ্গে আসন রফা হয়েছে বলে দাবি করলেন সেই সঙ্গে জানালেন, তিনি ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডেও থাকবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা তথা পিরজাদা আব্বাস সিদ্দিকী জানালেন এই কথা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, ইতিমধ্যেই তাঁরা পছন্দের ৩০টি আসন পেয়েছেন বামফ্রন্টের কাছ থেকে। এরমধ্যে ফরওয়ার্ড ব্লক ৪টি, আরএসপি ২টি ও সিপিআই ২টি করে আসন ছেড়েছে। বাকি ২২টি আসন সিপিএমের তরফে ছাড়া হয়েছে। তবে কংগ্রেসের সঙ্গে তাঁদের আসন রফা এখনও চুরান্ত হয়নি। এই প্রসঙ্গে আংশিক ক্ষুব্ধও আব্বাস সিদ্দিকী। এদিন তিনি জানিয়েছেন, এই ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে চিঠিও দিয়েছেন তিনি।
মূলত উত্তরবঙ্গে মালদা ও মুর্শিদাবাদের কয়েকটি আসন নিয়েই দড়ি টানাটানি চলছে কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকীর। তবে তিনি যে ২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশে থাকবেন সেটা নিশ্চিত। আব্বাস জানিয়েছেন, ব্রিগেডের সভায় তিনি থাকবেন এবং তাঁর দলের সমস্ত কর্মী সমর্থকদের ব্রিগেডে হাজির হতে নির্দেশ দিয়েছেন। এদিন তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তৃণমূল এবং বিজেপি দুই দলই এক, তাই তাঁদের বিরুদ্ধে জোটের প্রয়োজন রয়েছে। তবে এদিন আব্বাস ইঙ্গিত দিয়েছেন, জোটে ৪০টির মতো আসন পেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর পরিবারের কেউ ভোটে লড়বেন।
Post a Comment
Thank You for your important feedback