অমিত শাহর ঠিকানা ভুল উল্লেখ করায় তাঁর বিরুদ্ধে করা অভিষেক
বন্দ্যোপাধ্যায়ের মামলাটি নিম্ন আদালতে ফেরত পাঠাল বিধাননগরের বিশেষ আদালত।
আগামী ২২ মার্চ ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত। গত সপ্তাহে
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সমন পাঠিয়েছিলেন তৃণমূল সাংসদ
অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ছিল তাঁর সম্মানহানি করেছেন কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার এই মামলার শুনানিতে অমিত শাহ বা তাঁর প্রতিনিধি
আইনজীবীকে হাজিরার নির্দেশ দিয়েছিল বিধাননগরের বিশেষ আদালত। ফলে অমিত শাহর
তরফে তাঁর আইনজীবী ব্রিজেশ শাহ আদালতে হাজির ছিলেন এদিন। শুনানির শেষে তিনি
সাংবাদিকদের বলেন, ওই সমনটি ভুল ঠিকানায় পাঠানো হয়েছিল। আসলে সমনটি পাঠানো
হয়েছিল রাজ্য বিজেপির সদর দফতর ৬ মুরলীধর লেনে। কিন্তু অমিত শাহ এই
রাজ্যের বাসিন্দাই নন। সেক্ষেত্রে মামলাকারীকে সমনের চিঠি পাঠাতে হবে অমিত
শাহর ব্যক্তিগত ঠিকানায়। যেহেতু অমিত শাহর বাসভবন সংশ্লিষ্ট আদালতের
এক্তিয়ারের বাইরে। তাই মামলাটি নিম্ন আদালতে পাঠিয়ে দিয়েছেন বিচারক। অভিষেক
বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শুভজিৎ সাহা জানান, আমরা অভিযুক্তের (অমিত শাহ)
স্থায়ী ঠিকানা আদালতে জমা দিয়েছি। কিন্তু ওই এলাকা আদালতের এক্তিয়ারের
বাইরে হওয়ায় এখান থেকে সমন পাঠানো যায় না। আগামী ২২ মার্চ কলকাতার নগর
দায়রা আদালতেই এই মামলার শুনানি হবে।
Post a Comment
Thank You for your important feedback