দ্বিতীয় টেস্টে খেলতে পারেন পুরোপুরি সুস্থ অক্ষর

১৩ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি দ্বিতীয় টেস্ট খেলার জন্য পুরোপুরি সুস্থ। দ্বিতীয় টেস্টে অশ্বিন ও সুন্দরের সঙ্গে অক্ষরকে খেলানোর পরিকল্পনাও রয়েছে কোহলির। বোর্ড সূত্রে আগেই জানা গিয়েছিল, নেট প্র্যাকটিস শুরু করেছেন অক্ষর।

প্রথম টেস্টে অক্ষরের খেলার কথা থাকলেও টেস্ট শুরু আগের দিন হাঁটুর চোটের কারণে বাদ পড়েছিলেন প্রথম একাদশ থেকে। অক্ষরের জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন সাহবাজ নাদিম। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২২৭ রানে হারায় একাধিক প্রশ্ন উঠেছিল টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপ নিয়ে। অক্ষর চোটের কারণে বাদ পড়লেও তাঁর জায়গায় কেন কুলদীপ যাদবকে খেলানে হয়নি তা নিয়ে। সে বিষয়ে নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় বোলিং লাইন আপ প্রথম ইনিংসে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে আটকাতে পারেননি কেন, সে নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ক্যাপটেন বিরাট কোহলিকে। এখন দেখার, দ্বিতীয় টেস্টে জিতে ভারত সিরিজের সমতা ফেরাতে পারে কিনা। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট হারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাবে টিম ইন্ডিয়ার। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post