মুম্বাইতে কি বন্ধ হতে চলেছে বিগ-বি-র ছবির শুটিং আর প্রদর্শনী?

 

মুম্বাইতে কি বন্ধ হতে চলেছে বিগ-বি-র ছবির শুটিং আর প্রদর্শনী? বৃহস্পতিবার মহারাষ্ট্র কংগ্রেসের তরফে এমনই একটি হুঁশিয়ারি ঘিরে শুরু হয়েছে তোলপাড়। মহারাষ্টের কংগ্রেস নেতা নানা পাটোলে এদিন হুমকি দিয়ে বলেছেন, এবার মোদীর বিরুদ্ধে মুখ না-খুললে মুম্বাইয়ে বন্ধ করে দেওয়া হবে অমিতাভ বচ্চন আর অক্ষয় কুমারের ছবির শুটিং আর প্রদর্শনী।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post