দেশের পশ্চিমাঞ্চলে যখন নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তখনই পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশে সকলেই করোনামুক্ত হলেন। অর্থাৎ দেশের মধ্যে এই রাজ্যই আর একজনও সক্রিয় করোনা রোগী নেই। রবিবার অরুণাচলের এক শীর্ষ আধিকারিক জানালেন, এই রাজ্যে আর কোনও করোনা আক্রান্ত নেই। সুস্থতার হার ৯৯.৬৬ শতাংশ। বর্তমানে এই রাজ্যে সংক্রমণের হার শূন্য। আর গত ২৪ ঘন্টায় কেউ করোনায় আক্রান্তও হননি বলে জানিয়েছেন লোবসাং জাম্পা নামে ওই আধিকারিক।
উল্লেখ্য,
অরুণাচল প্রদেশে মোট ১৬ হাজার ৮৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের
মধ্যে ১৬ হাজার ৭৮০ জন সুস্থ হয়ে গিয়েছিলেন ইতিমধ্যেই। যে তিনজন সক্রিয়
করোনা রোগী ছিলেন তাঁরাও রবিবার তাঁরা সুস্থ হয়ে গেলেন। শনিবার মোট ৩১২
জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের কারও রিপোর্ট পজিটিভ আসেনি বলেই দাবি
অরুণাচল সরকারের। আরও জানা গিয়েছে, অরুণাচলে এখনও পর্যন্ত ৩২ হাজার ৩২৫ জন
স্বাস্থ্যকর্মী এবং সামনের সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback