ড্রাগকাণ্ডে রাকেশ সিং গ্রেফতার হওয়ার পর কি তাঁকে ছেঁটে ফেলতে চাইছে বিজেপি? বিজেপির অন্দরমহলে এমনটাই শোনা যাচ্ছে। যদিও রাকেশ সিং ইস্যুতে কোনও নেতাই এখন মুখ খুলতে চাইছেন না। কিন্তু দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, অকারণে রাকেশের ছেলেদের অকারণ হয়রানি করেছে পুলিশ। কিন্তু একই সাথে তিনি এও দেখে নিতে চাইছেন, ড্রাগ কর্মকাণ্ডতে গতি কোন পথে যায়। অন্যদিকে এই ইস্যুতে বিজেপির রাজ্যসভার সাংসদ রুপা গঙ্গোপাধ্যায় অনেকদিন বাদে মুখ খুললেন সংবাদ মাধ্যমের কাছে।
রুপা সোজাসাপ্টা জানালেন যে, যাকে যা অন্যায় করতে দেখা যাবে তাকে গ্রেফতার করে ফেলা হোক। অভিষেকের বাড়িতে কেন্দ্রীয় পুলিশের অভিযানের পাল্টা হিসাবে রাকেশ গ্রেফতার? এমন প্রশ্নের উত্তরে রুপা জানালেন, আমি পাল্টা বুঝি না, যে অন্যায় করবে তাঁকেই জেলে যেতে হবে। বুধবার আলিপুর কোর্টের বিশেষ নার্কোটিক আদালত নির্দেশ দিয়েছেন, রাকেশকে ১ মার্চ অবধি পুলিশি হেফাজতে থাকতে হবে।
Post a Comment
Thank You for your important feedback