এই বছরের মতো বিদায় নিতে চলেছে শীত। আবহবিদদের পূর্বাভাস মেনেই চলতি সপ্তাহের মধ্যভাগেই রাজ্যে তাপমাত্রা বাড়ল একধাক্কায় অনেকটাই। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় যা বাড়ল অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে দু-তিনদিন আগেও সকালে প্রাতঃভ্রমণ করার সময় যারা সোয়েটার-মাফলারে সেজেছিলেন, তাঁরাই এদিন হাঁটলেন টি-শার্ট পড়ে। আলিপুর হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই শহরের তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার কলকাতার বাতাসে জলীয় বাস্পের পরিমাণ রয়েছে ৯৯ শতাংশ। যদিও উত্তরবঙ্গে আরও কয়েকদিন শীত শীত ভাব থাকবে। তবে চলতি সপ্তাহেই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে শীতের মরশুম।
Post a Comment
Thank You for your important feedback