টুইটারের পাল্টা হিসেবে এবার স্বদেশি প্ল্যাটফর্ম 'কু'-কে উৎসাহ দেবে কেন্দ্র। টুইটারের আচরণে সরকার অত্যন্ত ক্ষুব্ধ। বেশিরভাগ কেন্দ্রীয় মন্ত্রীই এখন কু ব্যবহার করতে শুরু করেছেন। অন্যদিকে, টুইটারকে এখনই ২৫৭টি হ্যান্ডেল মুছে দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এব্যাপারে কোনওরকম সমঝোতা করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা। এই নিয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রাজি হয়েছে কেন্দ্র। বুধবার সেই বৈঠকে টুইটারকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব অজয় সওহনে কেন্দ্রের মনোভাব জানিয়ে দিয়েছেন। তাদের দুমুখো নীতি ত্যাগ করতে বলা হয়েছে।
লালকেল্লার হাঙ্গামার পর বলা সত্ত্বেও আপত্তিকর হ্যান্ডেলগুলি মোছেনি টুইটার। অথচ ওয়াশিংটনের ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর হ্যান্ডেলগুলি দ্রুত মুছে দিয়েছিল টুইটার। তারা ভারত সরকারের নির্দেশের বিরুদ্ধে আদালতে যেতে পারে, সংবিধানকে লঙ্ঘন করতে পারে না। সরকারি নির্দেশ অমান্য করতে পারে না। এই সপ্তাহে কেন্দ্র টুইটারকে ১,১৭৮টি অ্যাকাউন্ট মুছে দেওয়ার জন্য টুইটারকে নির্দেশ দিয়েছিল। আগে ২৫০টি অ্যাকাউন্ট বন্ধ করার কথা বলেছিল তারা। টুইটার জানিয়েছে, বিশ্বজুড়ে তাদের নীতি অনুসারেই লালকেল্লার ঘটনার বিচার করা হয়েছে। তারা ৫০০টি অ্যাকাউন্টকে পাকাপাকিভাবে বন্ধ করেও দিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback