ইতিমধ্যেই বিজেপির তিনটি পরিবর্তন রথযাত্রা শুরু হয়ে
গিয়েছে। তবুও কলকাতা হাইকোর্টে মামলা গলার কাটার মতো বিঁধে ছিল বঙ্গ
বিজেপির। অবশেষে কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তি ফিরল বিজেপির। বৃহস্পতিবার
বঙ্গ বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’ বাতিলের আবেদন খারিজ করে দিল কলকাতা
হাইকোর্ট। বিচারপতি রাজেশ বিন্দলের পর্যবেক্ষণ, এই মামলা রাজনৈতিক
উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও জানান, ‘রাজনৈতিক পরিচয় দেখিয়ে মামলা করেছেন
মামলাকারী আইনজীবী। রাজনৈতিক বিবাদ মেটানোর জায়গা আদালত নয়। ব্যালট বাক্স
আছে, সেখানেই সমস্ত বিবাদের নিষ্পত্তি হয়’। উল্লেখ্য, রাজ্যে পাঁচটি রথ
বার করার কথা রয়েছে বঙ্গ বিজেপির। এরমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি
নাড্ডা দুটি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি রথের যাত্রার
সূচনা করে দিয়েছেন। কিন্তু এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা
পরিস্থিতির অবনতি ঘটবে বলে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। তবে আদালতে
এই মামলা ধোপে টিকল না। স্বস্তিতে বঙ্গ বিজেপি।
Post a Comment
Thank You for your important feedback