কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ছাড়াও তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও সিবিআই নোটিশ পাঠিয়েছিল রবিবার। সোমবারই তাঁর বাড়িতে হাজির হয়ে গেল সিবিআইয়ের তদন্তকারী দল। কিন্তু অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের আবাসনের গেটেই গাড়ি ঢোকাতে পারলেন না সিবিআইয়ের দলটি। অভিযোগ বাধা দেয় নিরাপত্তারক্ষীরা, আবাসনের গেট বন্ধ করে দেওয়া হয়। এমনকি কাজ করতে বাধা দেওয়া হয় সংবাদমাধ্যমের কর্মাদেরও। এরপর পঞ্চসায়রে ওই বিলাসবহুল আবাসনের গেটের বাইরে গাড়ি রেখে রীতিমতো পায়ে হেঁটেই ভিতরে ঢুকতে হয় সিবিআইয়ের তদন্তকারীদের।
সিবিআইয়ের ওই বিশেষ দলে ছিলেন মোট আটজন আধিকারিক, এরমধ্যে দুজন মহিলা আধিকারিকও রয়েছেন। উল্লেখ্য, রবিবারই কয়লা পাচারকাণ্ডে তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠায় সিবিআই। মূলত বিদেশী ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা লেনদেন সংক্রান্ত বিষয়েই সিবিআই তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। সোমবার দুপুর ১২টা নাগাদ পঞ্চসায়রে মেনকার বাড়িতে পৌঁছন সিবিআই তদন্তকারীরা। বেশ কিছুটা সময় পর অবশেষে পায়ে হেঁটেই ওই আবাসনে ঢোকেন তাঁরা। আপাতত জিজ্ঞাসাবাদ চলছে বলেই জানা যাচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback