বিজেপির পরিবর্তন রথযাত্রাকে কেন্দ্র করে এবার রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়া। অভিযোগ, এই অঞ্চলের কাঁপা মোড়ে বিজেপির পরিবর্তন যাত্রার রথ আটকে দেয় পুলিশ। বুধবার কাঁচড়াপাড়া হয়ে বিজেপির রথ যাওয়ার কথা ছিল ব্যারাকপুর। রীতিমতো ব্যারিকেড করে পুলিশ বিজেপির কর্মসূচি আটকে দেয়। পুলিশের দাবি, ওই রাস্তায় কর্মসূচির অনুমতি নেই। এরপরই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা। ফলে এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের। গোটা ঘটনায় পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতৃত্ব।
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এদিন বলেন, ‘মুখ্যমন্ত্রী ও রাজ্যের নির্দেশে অন্যায় করছে পুলিশ। দিদিমণি আসলে ভয় পেয়েছে। সেই কারণে বারবার পরিবর্তন যাত্রায় বাধা হয়ে দাঁডাচ্ছেন’। প্রসঙ্গত মঙ্গলবারই উত্তর ২৪ পরগনার মিনাখাঁ-বাসন্তী হাইওয়েতে বিজেপির রথযাত্রায় বাধা দিয়েছিল পুলিশ। যদিও ওই অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। রথযাত্রায় বোমাবাজি এবং ভাঙচুরের অভিযোগও উঠেছিল। এদিনও কাঁচড়াপাড়ায় বিজেপির রথ ঢুকতেই পুলিশের বাধায় ফের রণক্ষেত্র হল এলাকা। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি এবং ভাঙচুরের ঘটনাও ঘটল কাঁচড়াপাড়ায়।
Post a Comment
Thank You for your important feedback