চেন্নাই পিচ তো খারাপ ছিলই, কিন্তু আহমেদাবাদে নবনির্মিত স্টেডিয়ামের পিচ জঘন্যতম বলে উল্লেখ করেছে ব্রিটিশ মিডিয়া। মাত্র দেড় দিনে একটা টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল এবং ৩০ জন ক্রিকেটারই আউট হলেন সম্পূর্ণ বোকা বনে গিয়ে। রোহিত শর্মা ছাড়া কেউ রান পেলেন না, এ কেমন ক্রিকেট? প্রশ্ন তুলেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক এলিস্টার কুক। প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন সরাসরি বিশ্ব ক্রিকেট সংস্থা ICC-র দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। এই ম্যাচ নিয়ে ভারতের প্রাক্তনীরাও সমালোচনা থেকে পিছিয়ে আসেননি। যারা মুখ খুলেছেন, তাঁদের মধ্যে যুবরাজ সিং সবচেয়ে বেশি সরব। তিনি বলেছেন, মাঠে মানুষ আসে খেলা দেখতে, এই রকম পিচ পেলে হরভাজন কিংবা কুম্বলে ৫০০ এবং ১০০০ উইকেট ব্যাগে পুরতে পারতেন।
বিলেতে সবচেয়ে সরব প্রাক্তন অধিনায়ক এন্ড্রু স্ট্রস। তিনি আবার সরাসরি বিরাট কোহলিকে আক্রমণ করেছেন। খেলা শেষে বিরাট নাকি বলেছিলেন যে, কেউই স্পিন খেলতে না পেরে পিচের দোষ দিচ্ছেন। স্ট্রস বলেছেন বিরাট মাঠের মালিদের মতো কথা বলছেন। তবে যাই হোক না কেন, দেড়দিনের খেলা ভারতীয় ক্রিকেট প্রশাসনকে লজ্জা দিয়েছে, অবশ্য যদি সেই অনুভূতি তাদের থাকে।
Post a Comment
Thank You for your important feedback