বৃহস্পতিবার রাজ্যে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোচবিহারে পরিবর্তন যাত্রার পাশাপাশি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে সভা রয়েছে তাঁর। কর্মসূচি অনুযায়ী, বেলা এগারোটায় অসমের বঙ্গাইগাঁও থেকে কোচবিহার বিমানবন্দরে পৌঁছবেন তিনি। তারপর সোজা যাবেন মদনমোহন মন্দিরে। সেখান থেকে যাবেন রাসমেলার মাঠে, সেখানেই সাড়ে বারোটায় পরিবর্তন যাত্রার সূচনা হবে।
সভা সেরে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনটে দশ মিনিট নাগাদ। তারপর হেলিকপ্টারে ঠাকুরনগর হেলিপ্যাড হয়ে যাবেন মতুয়াদের সভায় যোগ দিতে। ঠাকুরবাড়ি মাঠে সভা হবে। এক ঘণ্টা সময় রাখা হয়েছে তার জন্য। অরপর কলকাতায় ফিরে শাহ যাবেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সোশাল মিডিয়া স্বেচ্ছাসেবকদের সঙ্গে সভা করবেন সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। হোটেলে ফিরে রাত দশটা কুড়ি পর্যন্ত দেখা করবেন অন্যদের সঙ্গে। তারপর ফিরবেন দিল্লিতে।
Post a Comment
Thank You for your important feedback