তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের অসঙ্গতি রয়েছে, এই মর্মে এবার কলকাতার পুর প্রশাসক তথা রাজ্যের পুর ও নগরোন্নন মন্ত্রী ফিরহাদ হাকিমের বড় মেয়েকে নোটিশ পাঠাল ইডি। উল্লেখ্য, মেট্রো ডেয়ারি মামলায় ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনী ইডি-র নজরে রয়েছেন। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি সূত্রে জানা যাচ্ছে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে রয়েছে একাধিক অসঙ্গতি, তাই তাঁকে তলব করা হয়েছে। জানা যাচ্ছে বিদেশে টাকা পাচার হয়ে থাকতে পারে বলে মনে করছেন ইডি-র তদন্তকারীরা। জানা যাচ্ছে, প্রিয়দর্শিনীর বাড়িতে গিয়েই তাঁকে নোটিশ ধরানো হয়েছে। প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার গত কয়েক বছরে বেশ কয়েকবার বিদেশ গিয়েছেন। তখনই টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, মেট্রো ডায়েরির তহবিলে তছরুপের তদন্ত করছে ইডি। এর আগে গতকালই তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকেও নোটিশ পাঠিয়েছিল সিবিআই। কয়লা পাচারকাণ্ডেই জিজ্ঞাসাবাদ করতে রুজিরাকে নোটিশ দিয়েছে সিবিআই। এবার মমতার ঘনিষ্ঠ ফিরহাদের বড় মেয়েকে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি নোটিশ দিল। যদিও পুরো বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই ব্যাখ্যা করছে তৃণমূল কংগ্রেস।
Post a Comment
Thank You for your important feedback