ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বেশ দাপট দেখিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এবার তাঁকে ছাড়াই ১২ মার্চ থেকে ভারতের বিরুদ্ধে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে রোটেশন পদ্ধতি চালু করা হয়েছে। সেই নিয়ম এক ক্রিকেটার টানা খেলবেন না। ফলে এই পদ্ধতি মেনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে দেশে ফিরেছেন জশ বাটলার। তবে তিনি টি-টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন। কার্যত ভারতের বিরুদ্ধে এই সিরিজকেই বিশ্বকাপের প্রস্তুতি ভেবে এগাচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছে জোরুটরা।
ইংল্যান্ডের দলঃ- ইওন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জশ বাটলার, স্যাম কারান, টম কারান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলে, মার্ক উড।
Post a Comment
Thank You for your important feedback