শনিবার ইংলিশ প্রমিয়ার লিগের হাই প্রোফাইল ম্যাচে এভার্টনের মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে এভার্টনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করল ওলে গুন্নার সলসেয়ারের দল। ২৪ মিনিটে কাভানির গোলে এগিয়ে যায় ম্যান ইউ। প্রথমার্ধের শেষ মিনিটে ম্যান ইউ-র হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্ডেজ। দ্বিতীয়ার্ধে শুরুতেই সমতায় ফেরে এভার্টন। যদিও ৭০ মিনিটে স্কটের গোলে ফের একবার এগিয়ে গিয়েছিল রেড ডেভিলসরা। তবে ম্যাচের শেষ মিনিটে ডমিনিক লুইনের গোলে সমতায় ফেরে এভার্টন। ম্যাচ ড্র করে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৩৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে এভারটন।
শনিবার ইপিএলের অপর ম্যাচে আর্সেনালকে হারাল
অ্যাস্টন ভিলা। ম্যাচ হেরে ৩১ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়ছে মাইকেল আর্তেতার
দল। অপরম্যাচে সাউদ্যাম্পটনকে ৩-২ গোলে হারাল নিউক্যাসেল।
Post a Comment
Thank You for your important feedback