রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটির কাছে ৪-১ গোলে হারল লিভারপুল। ২০০৯ পরে প্রথমবার নিজেদের মাঠে চার গোল হজম করল লিভারপুল। ম্যাচ জিতে শীর্ষেই থাকল পেপ গুয়ার্দিওলার দল। ম্যান সিটির হয়ে ৪৯ ও ৭৩ মিনিটে জোড়া গোল করে গুন্দোয়ান। ৭৬ মিনিটে তৃতীয় গোলটি করেন স্টার্লিং। ৮৩ মিনিটে ম্যান সিটির হয়ে শেষ গোলটি করে ফিল ফোডেন। লিভারপুলের একমাত্র গোলটি পেনাল্টি থেকে করে মহম্মদ সালাহ।
ইপিএলের আরেকটি ম্যাচে ওয়েস্ট ব্রমকে ২-০ গোলে হারাল টটেনহাম হটস্পার। ম্যাচ জিতে ৩৬ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে রয়েছে টটেনহাম। শেফিল্ড ইউনাইটেডকে ১-২ গোলে হারাল চেলসি।
Post a Comment
Thank You for your important feedback