এফএ কাপের ম্যাচ জিতল চেলসি ও সাউদাম্পটন

বৃহস্পতিবার এফএ কাপে বার্নসলের মুখোমুখি হয়েছিল চেলসি। কোচ পরিবর্তনের পর টানা তিন ম্যাচে জয় পেল চেলসি। বার্নসলকে ১-০ গোলে হারাল টমাস তুহেলের দল। উল্লেখ্য, খারাপ পারফর্মেন্সের জেরে চেলসির কিংবদন্তী ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে সরিয়ে দিয়েছিল ক্লাব কর্তারা। এদিনের ম্যাচে চেলসির হয়ে গোল করেছেন ট্যামি আব্রাহাম। ম্যাচ জিতে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে পৌঁছে গেল চেলসি। অপরদিকে উলভসকে ২-০ গোলে হারাল সাউদাম্পটন। সাউদাম্পটনের হয়ে গোল করেছেন স্টুয়ার্ট ও ড্যানি ইনস।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post