ব্রিগেড মানেই ক্ষমতায় আসা নয়, কটাক্ষ ফিরহাদ হাকিমের

ব্রিগেড সভার পর দীর্ঘ সাংবাদিক বৈঠক করলেন তৃণমূলের ফিরহাদ হাকিম এবং বিজেপির শমীক ভট্টাচার্য। শমীকের বক্তব্যের পরতে পরতে ব্রিগেডের সমালোচনা। কিন্তু তৃণমূলের মুখপাত্র হিসাবে এসে রবিবারের বাম কংগ্রেস সভাকে খুব একটা আমল দিলেন না ববি হাকিম। তিনি বললেন, দলে কিছু ডেডিকেটেড মানুষ থাকেই, আজ তাঁরাই উপস্থিত হয়েছিলেন। ভোটের আগে এমন কিছু তো হয়ই বক্তব্য ফিরহাদের। তবে তাতে উদ্বেগের কিছু নেই বলে ববি জানালেন, নৰেন্দ্ৰ মোদির বিরোধিতা করার ক্ষমতা কংগ্রেসের নেই।


কাশ্মীরের উদাহরণ টেনে তিনি বলেন, কংগ্রেসের কিছুই করার নেই। তবে দলনেত্রীর উপর ভরসা রেখে তিনি বললেন, বিজেপির বিরোধিতা যদি কেউ করতে পারেন তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেস আর বাম হাত মিলিয়েছে সঙ্গে স্ক্র্যাচ আইএসএফ। ববি ১৯৯৩-এর উদাহরণ টেনে বলেন, সেবার যা ভিড় হয়েছিল তাতে তো আমাদের ক্ষমতায় আসা উচিত ছিল, কিন্তু হয়েছিল কি?

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post