করোনা আবহের মধ্যেই সমস্ত নিয়ম বিধি মেনেই শহরের বুকে ফিরেছে হস্তশিল্প মেলা। ক্ষুদ্র ও কুটির শিল্প দফতের এবং বস্ত্র দফতরের উদ্যোগে এই মেলা ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সল্টলেকের সেন্ট্রাল পার্কের মাঠেই চলছে মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৪,৫০০ শিল্পী তাদের পসরা নিয়ে হাজির হয়েছে মেলা প্রাঙ্গণে। মেলাপ্রাঙ্গণে ৭০টির মতো প্যাভিলিয়ন রয়েছে বলেই জানিয়েছেন সরকারি আধিকারিকরা।
এখানে রয়েছে যাবতীয় পোশাক, সাজ-সজ্জার সরঞ্জাম, গৃহসজ্জার সামগ্রী ও আরও নানা শিল্প কর্মের প্রদর্শন। যদিও মেলার ৮ দিন অতিক্রান্ত হওয়ার পরেও শিল্পী -বিক্রেতাদের অভিযোগের সুর ক্রেতাদের সংখ্যা অন্য বছরের তুলনায় বেশ কম। কারোর আবার অভিযোগ, এবছর সেভাবে প্রচার হয়নি, তাই মেলায় ভিড় নেই। এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য export promotion society-র অ্যাডিশনাল ডিরেক্টর সুবলচন্দ্র পাঁজা জানান, সোমবার ও মঙ্গলবার ব্যবসা একটু কম হলেও পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে যা করোনা আবহ অনুযায়ী প্রায় স্বাভাবিক। অন্যান্য বছর যেখানে ৭-৮ হাজার মানুষ আসেন প্রতিদিন, চলতি বছর সেখানে ৩-৪ হাজার মানুষ আসছেন। কেনাকাটার পরিমানও ভালোই বলে দাবি করেছেন সুবলবাবু।
Post a Comment
Thank You for your important feedback