নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দেশে সামরিক শাসন জারি করার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ছেন মায়ানমারের সাধারণ মানুষ। সোমবার রাজধানী নে পি তাওয়ে বিশাল বিক্ষোভ ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার কা হয়। দেশের শ্রমিকরা দেশজুড়ে ধর্মঘটে নেমেছেন। এই নিয়ে টানা তিনদিন রাস্তায় রাস্তায় বিক্ষোভ চলছে। তাঁরা নেত্রী আং সান সু চি-র মুক্তির দাবি করছেন। দেশের সরকারি টিভি চ্যানেলে বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক দশকে মায়ানমার এত বড় প্রতিবাদ দেখেনি।
গত সপ্তাহে নির্বাচনে জালিয়াতির অভিযোগে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। একবছরের জন্য দেশে জরুরি অবস্থা জারি হয়েছে। শাসন ক্ষমতা এখন সেনাপ্রধান মিন আং হ্লেইয়ের হাতে। সু চি সহ বিরোধী নেতানেত্রীদের গৃহবন্দি করা হয়েছে। রবিবারের পর সোমবারও মান্দালয়, ইয়াঙ্গন থেকে লাখ লাখ লোক রাজধানীতে জড়ো হন। বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন শিক্ষক, আইনজীবী, ব্যাঙ্ককর্মী ও সরকারি কর্মচারীরা। কয়েকজন আহত হওয়ার খবর এলেও হিংসার কোনও খবর নেই।
Post a Comment
Thank You for your important feedback