এমনিতেই প্রবল শীতে কাঁপছে আমেরিকা। এরসঙ্গে শীতকালীন ঝঞ্ঝা ‘শার্লি’ নাভিশ্বাস তুলছে মার্কিনীদের। এবার শার্লির দাপটে বড়সড় বিপত্তি ঘটল আমেরিকার টেক্সাসে। সেখানকার বরফ পিচ্ছল রাস্তায় পরস্পর ধাক্কা মারল ১৩০টি গাড়ি। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত একশোজনের বেশি বলে জানা যাচ্ছে। আমেরিকার সময় বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তুষার ঝড়ের জন্য টেক্সাসের রাস্তায় বরফ পড়ে পিচ্ছিল হয়ে গিয়েছিল। ফলে রাজপথে চলাচলকারী গাড়ি পিছলে গিয়ে একে অপরকে ধাক্কা মারতে থাকে। সংখ্যাটা গিয়ে দাঁড়ায় শতাধিক। ফলে এলাকায় কার্যত গাড়ির জট পাকিয়ে যায়।
#WATCH: Major multi-car pileup accident on i-35W [#Texas] due to icy road, involving 100+ vehicles.
— Mike Hawke (@videokings_tv) February 11, 2021
➡️https://t.co/PzIQ6K84KW pic.twitter.com/DSWphY5g6S
আকাশপথে দেখা গিয়েছে প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে এলোমেলোভাবে গাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বহু কষ্টে সেখানে পৌঁছায় দমকলবাহিনী। পরে তাঁরা উদ্ধারকাজ শুরু করেছে। এই দুর্ঘটনার খবর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল হয়েছে। একটি ভয়াবহ ভিডিওতে দেখা গিয়েছে একটি ভারী ট্রাক বরফ রাস্তার নিয়ন্ত্রন হারিয়ে একটি পরপর কয়েকটা গাড়িকে ধাক্কা মারে। এর পিছনে আসা গাড়ি গুলিও বরফের জন্য নিয়ন্ত্রন হারিয়ে পরপর ধাক্কা মারতে থাকে। জানা যাচ্ছে, ওই এলাকায় বহু মানুষ আটকে রয়েছেন। আহত ও নিহতদের উদ্ধার করার কাজ চালাচ্ছে পুলিশ ও দমকলবাহিনী। এক অ্যাম্বুল্যান্স পরিষেবা সংস্থার মুখপাত্র ম্যাট জাভাদস্কি জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ৬৫ জনের অবস্থায় আশঙ্কাজনক। পিছল রাস্তার জন্য উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।
Fort Worth 100 car pile up video of the accident 😲😲😲 #Crash #pileup #Video #blackice #Texas #accident pic.twitter.com/ng3JumIAk2
— 🔥 (@AmandaH95850643) February 11, 2021
Post a Comment
Thank You for your important feedback