ভোটের কাজে যেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা না হয়। এমনিই একগুচ্ছ দাবিদাওয়া নির্বাচন কমিশনের কাছে পেশ করল বঙ্গ বিজেপি। পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলিতে এখন থেকেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চালু করারও অনুরোধ করেছে পদ্ম শিবির। বিজেপি সংসদ স্বপন দাশগুপ্ত এবং শিশির বাজরিয়া রাজ্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে এই নতুন দাবিদাওয়া পেশ করেছেন। শিশির বাজরিয়া দাবি করেছেন, রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মচারীদের গ্রুপ-ডি কর্মী হিসেবে দেখিয়ে ভোটের কাজে লাগাতে চাইছে। আমাদের কাছে এর নির্দিষ্ট প্রমাণ আছে। যেহেতু ওরা স্থায়ী কর্মী নয়, সেহেতু ওরা কোনও ভুল করলে জবাবদিহি করতে বাধ্য নয়। আবার কমিশন তাদের শাস্তিও দিতে পারবে না স্থায়ী কর্মী না হওয়ার জন্য। বিজেপির বক্তব্য, তৃণমূল কংগ্রেস চুক্তিভিত্তিক কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগিয়ে ভোটে সুবিধা পেতে চাইছে। এছাড়া কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রেও কারচুপি হতে পারে। যেমন স্পর্শকাতর এলাকায় বাহিনী না পাঠিয়ে হাইওয়ে বা বড় রাস্তায় রুটমার্চ করানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য প্রশাসন। তাই আগেভাগেই নির্বাচন কমিশনের কাছে জানিয়ে রাখলো বলে জানাচ্ছে বিজেপি নেতৃত্ব। যদি রাজ্য সরকারি কর্মচারী কম পড়ে তাহলে পড়শি রাজ্য থেকে আধিকারিকদের এনে ভোটের কাজে লাগানো হোক বলেই দাবি তুলেছে বঙ্গ বিজেপি। অপরদিকে শনিবার বিকেল থেকেই রাজ্যের কয়েকটি জেলায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
Post a Comment
Thank You for your important feedback