ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। তবে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু দিনের শুরুতেই তিন উইকেট হারিয়ে ধাক্কা খেতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে রোহিত শর্মার দুরন্ত শতরান ও রাহানের অর্ধশতরান লড়াইয়ে ফেরায় ভারতকে। কিন্তু ইংরেজ স্পিনার জ্যাক লিচ এই জুটিকে ভেঙে ফের ভারতকে চাপে ফেলে দিলেন। প্রথম দিনের শেষে ছয় উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩০০ রান। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (৩৩) ও অক্ষর প্যাটেল(৫)।
ভারতের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারের শুভমান গিলের উইকেট হারিয়ে ধাক্কা খেতে হয়েছিল ভারতকে। ওলি স্টোনের বলে এলবিডব্লু হয়ে যান ভারতের এই প্রতিশ্রুতিমান ওপেনার। ২১ ওভারের দ্বিতীয় বলে উইকেট হারান পূজারা। ২১ রান করে জ্যাক লিচের বল আউট হয়ে যান তিনি। তার পরবর্তী ওভারে খালি হাতেই প্যাভিলিয়নে ফিরে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই মুহূর্তে ক্রিজে দাঁড়িয়ে থেকে ইংরেজ বোলারদের বিরুদ্ধে দাপট দেখিয়েছিলেন রোহিত শর্মা। ১৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৬১ রান করে জ্যাক লিচের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। এদিন রান পেলেন অজিঙ্কা রাহানেও। কিন্তু ৬১ রানে মইন আলির বলে উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরতে হল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ী ক্যাপ্টেন।
Post a Comment
Thank You for your important feedback