তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। নিজের রাজ্যে তুষারধসে নিহত ও দুর্গতদের জন্য এগিয়ে এলেন ঋষভ পন্থ। তিনি জানিয়েছেন, চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের ম্যাচ ফি-র পুরোটাই তিনি দুর্গত ত্রাণে দান করবেন। অন্যদেরও এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তিনি। নিজের অফিসিয়াল টুইটারে পন্থ লিখেছেন, উত্তরাখণ্ডের এই বিপর্যয়ে তিনি ব্যথিত। প্রথম টেস্টে গোড়া থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন ঋষভ। তাঁর ৯১ রানের মধ্যে ছিল ৫টি ছয়। সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে জ্যাক লিচের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
Deeply pained by the loss of life in Uttarakhand. Would like to donate my match fee for the rescue efforts and would urge more people to help out.
— Rishabh Pant (@RishabhPant17) February 7, 2021
Post a Comment
Thank You for your important feedback