পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতেই ‘অর্জুন’ ট্যাঙ্ক সেনার হাতে তুলে দিলেন মোদি

রবিবার একদিকে যেমন ভ্যালেন্টাইন ডে, অন্যদিকে এদিনই পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তি। ওইদিন জঙ্গিদের আত্মঘাতী হামলায় শহীদ হয়েছিলেন ৪০ জনের বেশি সেনা জওয়ান। রবিবার এই ঘটনার স্মরণে চেন্নাইতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মেই ব্যাটেল ট্যাঙ্ক (MK-1A) ‘অর্জুন’ ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তামিলনাড়ু এবং কেরালার একাধিক প্রকল্পের সূচনাও করলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি এদিন পুলওয়ামা হামলা স্মরণ করে বলে, ‘আমরা আমাদের সেনা জওয়ানদের জন্য গর্বিত। ওঁদের বীরত্ব আমাদের বহু যুগ ধরে অনুপ্রেরণা দেবে’। এই অনুষ্ঠানেই তিনি সেনাপ্রধান এমএম নারাভানের হাতে প্রথম অর্জুন ট্যাঙ্কটি তুলে দিয়েছেন।

ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO তৈরি করেছে অর্জুন ট্যাঙ্ক। যেটি আত্মনির্ভর প্রকল্পের আওতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতেই তৈরি করা হয়েছে। অত্যাধুনিক এই ট্যাঙ্কটিতে অন্তত ৭১টি উন্নত প্রযুক্তি যোগ করা হয়েছে। আগের ট্যাঙ্কগুলির তুলনায় এই অর্জুন ট্যাঙ্কের আঘাত হানার ক্ষমতা আরও বেশি। এই ট্যাঙ্ক সেনাবাহিনীর হাতে যাওয়ায় ভারতীয় সেনার ক্ষমতা ও মনোবল আরও বাড়বে বলেই জানিয়েছেন নরেন্দ্র মোদি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ট্যাঙ্কটি আগের তুলনায় অনেক শক্তিশালী। যে কোনও বিস্ফোরণ প্রতিহত করতে পারে অর্জুন। এতে এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মারের মতো অত্যাধুনিক প্রযুক্তি যোগ করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রক মোট ১১৮টি অর্জুন ট্যাঙ্কের বরাত দিয়েছে DRDO-কে। মোট ৮,৫০০ কোটি টাকার প্রকল্প। বিশেষজ্ঞ মহলের মতে ‘আত্মনির্ভর ভারত’ তৈরিতে এই ধরণের বরাত দেশীয় সংস্থাগুলিকে আরও সমৃদ্ধ করবে। এদিন চেন্নাইয়ে আরও বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ৩,৭৭০ কোটি টাকার চেন্নাই মেট্রোর প্রথম ফেজের উদ্বোধন করেন তিনি।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post