রবিবার জামশেদপুরের মুখোমুখি হচ্ছে এসসি ইস্টবেঙ্গল।বেঙ্গালুরু এফসির কাছে ২-০ গোলে হেরে, জামশেদপুরের বিরুদ্ধে জয় ফিরে পেতে মরিয়া লাল-হলুদ শিবির। শেষ ম্যাচে জয় অধরা ইস্টবেঙ্গলের। গোলের রাস্তা তৈরি করলেও প্রতিপক্ষের বক্সে গিয়ে হারিয়ে যেতে দেখা গিয়েছে ব্রাইটরা। শেষ পাঁচ ম্যাচে মাত্র দুটি গোল করলেও, পাঁচ গোল হজম করতে হয়েছে ড্যানি ফক্সদের। অন্যদিকে, চার ম্যাচ থেকে নির্বাসিত হয়েছেন লাল-হলুদ কোচ রবি ফাওলার। জামশেদপুরের বিরুদ্ধে তাই কঠিন চ্যালেঞ্জের মুখে পিলকিংটনরা। যদিও ডাগ আউটে থাকবেন লাল-হলুদের সহকারী কোচ অ্যান্থনি গ্র্যান্ট। অন্যদিকে টানা পাঁচ ম্যাচে জয়ের মুখ না দেখলেও, গত ম্যাচেই জয় পেয়েছে ইস্পাতনগরীর দল। এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে প্লে-অফের লক্ষ্যে ভালসকিসরাও।
Post a Comment
Thank You for your important feedback