একদিকে যখন সিবিআই তৎপর হয়েছে কয়লা কাণ্ডে
রুজিরাকে জেরা করতে,তখনই কলকাতা পুলিশ মাদক কাণ্ডে ডেকে পাঠালো বিজেপি নেতা রাকেশ
সিংকে। গত সোমবার কোকেন সহ ধরা পড়েন বিজেপির যুবনেত্রী পামেলা গোস্বামী।
তাকে আলিপুর কোর্টে নিয়ে যাওয়ার সময়ে তিনি প্রচার মাধ্যমকে দেখে চিৎকার করে
জানানযে তিনি নির্দোষ এবং তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি জানান,তাঁকে বিপাকে
ফেলেছে কৈলাশ বিজয়বর্গিওর ঘনিষ্ঠ রাকেশ সিং। রাকেশই নাকি তাকে অকুস্থলে
ডেকে পাঠিয়ে ছিলেন। রাকেশ অবশ্য জানান, পামেলা মিথ্যাচার করছে।
যাই
হোক না কেন একদিন অপেক্ষা করে লালবাজারের গোয়েন্দা বিভাগ রাকেশের বিষয়ে
তৎপর হয়ে ওঠে। দায়িত্বে এসেই রাকেশ সিংকে নোটিশ পাঠান তাঁরা। মঙ্গলবার
বিকেল ৪ টের মধ্যে তাকে লালবাজারে আসতে বলা হয়েছে। প্রসঙ্গত এখনও পামেলা
পুলিশ হেফাজতেই আছেন।
অবশ্য রাকেশ সিংহ জানিয়েছেন এটি নিউ আলিপুর থানার চক্রান্ত,তাই তিনি আপাতত লালবাজারে যাচ্ছেন না।জানা গেছে তিনি দিল্লির দিকে রওনা দিচ্ছেন।
Post a Comment
Thank You for your important feedback