বুধবার সোয়ানসিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি। টানা ১৫ ম্যাচ জিতে ইংল্যান্ড ফুটবলে নজির গড়ল গুরু পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের ৩০ মিনিটে কায়েল ওয়াকারের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্টার্লিংয়ের গোলে ব্যবধান বাড়ায় স্কাই ব্লুজ। ৫০ মিনিটে ম্যান সিটির হয়ে তৃতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস। ৭৭ মিনিটে মর্গ্যান সানসির হয়ে ব্যবধান কমালেও হার বাঁচাতে পারেননি। ম্যাচ জিতে এফএ কাপের পরবর্তী রাউন্ডে গেলেন কায়েল ওয়াকাররা। রুদ্ধশ্বাস ম্যাচে টটেনহাম হটস্পারকে ৪-৫ গোলে হারাল এভারটন। এছাড়া ব্রাইটনকে ০-১ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে গেল লেস্টার সিটি।
Post a Comment
Thank You for your important feedback