বৃহস্পতিবার দিনে দুপুরে ডাকাতির চেষ্টা। ঘটনাটি ঘটেছে আসানসোলের রিলায়েন্স মার্কেটে। মার্কেট থেকে টাকা সংগ্রহ করে ক্যাশভ্যান বেরনোর সময় ছয়জন সশস্ত্র দুষ্কৃতী টাকা লুটের চেষ্টা করে। বাধা দেওয়ায় গুলি চালায় তারা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের রিলায়েন্স মার্কেটে সংলগ্ন এলাকায়।
প্রতিদিনের মতো এদিনও মার্কেট থেকে টাকা সংগ্রহ করে ক্যাশভ্যান। সেখান থেকে বেরানোর সময়ই টাকা লুটের চেষ্টা চলে। ক্যাশভ্যানের গানম্যান বাধা দিলে এলোপাথাড়ি গুলি চালায় তাঁরা। গুলিবিদ্ধ হন গানম্যান ও ক্যাশ অফিসার। রক্তাক্ত অবস্থায় গানম্যান রবিউলকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ক্যাশ অফিসার প্রশান্ত দেবনাথ। গুলি চালানোর শব্দে স্থানীয়রা ছুটে আসায় টাকা লুট করতে পারেনি অভিযুক্তরা। ঘটনার পর থেকেই তাঁরা পলাতক। অভিযুক্তদের খোঁজে ও ঘটনার তদন্তে নেমেছে আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গানম্যান পূর্ব বর্ধমানের মানকর এবং ক্যাশ অফিসার হুগলির পান্ডুয়ার বাসিন্দা। ইতিমধ্যে মৃতের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback