লক্ষীরতন শুক্লা মন্ত্রিত্ব ছাড়লেও এখনও তৃণমূলের হাওড়ার বিধায়ক, তবে
নেত্রীকে জানিয়েছিলেন যে রাজনীতিতে আর উৎসাহ নেই বরং ক্রিকেট জগতে ফিরে
যেতে চান। তৃণমূল দলে উত্তরপূর্ব ভারতের নেতা ছিলেন লক্ষী, আসানসোলের
জিতেন্দ্র প্রমুখরা। অন্যতম হিন্দি দেহাতি ভাষী মুখ ছিলেন অর্জুন সিং
কিন্তু বর্তমানে দল ছেড়ে তিনি বিজেপির সাংসদ। এই রাজ্যে কয়েক লক্ষ বিহারি
ভোট রয়েছে যা ভোট বাক্সে নিতে গেলে দরকার হিন্দি ভাষী নেতা। গুঞ্জনে উঠে
এলো প্রাক্তন ভারতীয় তথা বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মনোজ তিওয়ারির
নাম।
সূত্র মারফত জানা গেলো মনোজের তৃণমূলে যোগ দেওয়াটা এখন সময়ের
অপেক্ষা। এই বিষয়ে মনোজকে যোগাযোগ করলে তার ফোন বেজে যায়। মন্ত্রী অরূপ
বিশ্বাস এই বিষয়ে মুখ খুলতে চান নি। জানা যাচ্ছে মনোজ সরাসরি মুখ্যমন্ত্রীর
সভা থেকেই দলে যোগ দেবেন এবং বুধবার সম্ভবত ডানলপের সভা থেকে
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। শুক্লার মতো তিনিও
হাওড়ার বাসিন্দা।
Post a Comment
Thank You for your important feedback