শর্তসাপক্ষে মিলল CRS ছাড়পত্র, শীঘ্রই উদ্বোধন নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর

কলকাতার দক্ষিণ-উত্তরের মেট্রো লাইনের সম্প্রসারণ এখন শুধু সময়ের অপেক্ষা। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নতুন মেট্রো লাইনের জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটি-র (CRS) ছাড়পত্র এসে গেল। এখন শুধু রেল বোর্ডের ছাড়পত্রের অপেক্ষা। তাহলেই এই নতুন পথে মেট্রোর চাকা গড়াবে। জানা যাচ্ছে, বুধবার রাতেই কলকাতার মেট্রোরেল ভবনে কমিশনার অফ রেলওয়ে সেফটি-র (CRS) ছাড়পত্র এসে পৌঁছায়। তবে এই ছাড়পত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে বলেও জানা যাচ্ছে। 

মূল শর্ত, আপাতত এই নতুন মেট্রো পথে ঘন্টায় ৮০ কিলোমিটারের বেশিতে ট্রেন ছোটানো যাবে না। পাশাপাশি যাত্রী পরিষেবা, সিগন্যালিং, রেক রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া এই রুটে মেট্রো চালাবেন অভিজ্ঞ চালকরাই। ন্যুনতম জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেডে কাজ করা চালকরাই এই নতুন রুটে ট্রেন চালানোর অনুমতি পাবেন। পাশাপাশি নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর স্টেশনে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় এমার্জেন্সি ট্রিপ সুইচে বিশেষ অডিও অ্যালার্ম বসানোর কথা বলেছেন রেলওয়ে সেফটি কমিশনার শৈলেশকুমার পাঠক। অপরদিকে রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, শীঘ্রই ফের বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রোপথ উদ্বোধন করতে বাংলায় আসতে পারেন তিনি। যদি একান্তই তিনি আসতে না পারেন, তবে ভার্চুয়াল মাধ্যমেই উদ্বোধন করবেন দক্ষিণেশ্বর মেট্রো পথের। আর সেটা হতে পারে এক সপ্তাহের মধ্যেই, কারণ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হতে পারে খুব শীঘ্রই। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post