শিয়ালদা মৌলালিতে DYFI-SFI কর্মী সমর্থকদের জমায়েত কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাঁধল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি থেকে শুরু করে পুলিশকর্মীর জামা ছিঁড়ে দেওয়া, এমনকি রক্তাক্ত অবস্থায় প্রাণ বাঁচাতে পুলিশ কর্মীর ছুট সবই দেখল সোমবারের কলকাতা। এক পুলিশকর্মীকে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠল বাম যুব কর্মীদের বিরুদ্ধে। ওই পুলিশকর্মী কোনও রকমে দৌঁড়ে একটি রেস্তরাঁয় ঢুকে পড়েন। সিএন-এর ক্যামেরার সামনেই এই ঘটনা ঘটে, সিএন-এর প্রতিনিধি ওই পুলিশকর্মীকে বাঁচানোর চেষ্টা করেন।
উল্টে সিএন-এর
সাংবাদিককেও হেনস্থা করা হয়েছে। তাঁকেও ধাক্কা মেরে বের করে দেওয়া হয়। ওই
পুলিশ কর্মীকে টেনে হিঁচড়ে বার করা হয়, ফলে তাঁর উর্দিও ছিঁড়ে যায়।
ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মৌলালিতে। অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার
ব্যস্ততম ওই এলাকা। এজেসি বোস রোডে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। দীর্ঘক্ষণ
পর আয়ত্তে আসে পরিস্থিতি। বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের দাবি, মৌলালিতে
পুলিশকর্মীরাই অশ্রাব্য ভাষায় গালিগলাজ করছিলেন। সেই থেকেই উত্তেজনা ছড়ায়।
তবে তাঁদের দাবি, তাঁরাই উদ্ধার করেছেন ওই পুলিশকর্মীকে।
Post a Comment
Thank You for your important feedback