একসময় রাস্তায় রাস্তায় ঘুরে করোনা সংক্রমণ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গিয়েছিল সয়ং যমরাজকে। তখন দেশে করোনার সংক্রমণ ছিল উর্ধ্বমুখী। সেই সময় লকডাউনে সাধারণ মানুষকে ঘরে বন্দি করে রাখতেই মধ্যপ্রদেশ পুলিশের কনস্টেবল জওহর সিং যমরাজ সেজে এই কাজ করেছিলেন। মধ্যপ্রদেশের ইনদৌরে কর্মরত পুলিশকর্মী জওহর সিংয়ের এহেন কীর্তি নেট দূনিয়ায় বহুল প্রশংশিত হয়েছিল। এবার তিনিই নিলেন করোনার টিকা, তাও সেই যমরাজের বেশে। বুধবার ইন্দোরের একটি সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন নিলেন পুলিশ কনস্টেবল জওহর সিং। লকডাউনের সময়কার যমরাজের পোশাক পরেই নিলেন টিকা। অর্থাৎ কালো রঙের রাজকীয় পোশাক এবং মাথায় সোনালী মুকুট, হাতে ছিল গদা।
বুধবার ওই পোশাকে করোনার টিকা নেওয়ার ছবি সোশাল মিডিয়ায় আপলোড হতেই মুহূর্তে ভাইরাল হয় সেটি। জওহর সিংয়ের বক্তব্য, সাধারণ মানুষের মনে ভ্যাকসিন নিয়ে বিশ্বাসযোগ্যতা ফেরাতেই তাঁর এই সিদ্ধান্ত। আসলে অনেকেই করোনার ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন। এমনকি পুলিশকর্মী বা স্বাস্থ্যকর্মীরাও এই টিকা নিতে ভয়ে পিছিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আবার যমরাজের পোশাকে অবতীর্ণ হলেন পুলিশ কনস্টেবল জওহর সিং। গত বছরের প্রথমদিকে লকডাউন চলাকালীনও এই একই বেশে রাস্তায় বেরিয়েছিলেন তিনি। তখনও লকডাউন উপেক্ষা করে মানুষজন রাস্তায় বের হচ্ছিলেন। তাঁদের যেমন সেদিন সচেতন করেছিলেন, আজও করোনার টিকা সম্পর্কে মানুষকে সচেতন করলেন। তবে যমরাজের বেশে, বলতে চাইলেন করোনার হাত থেকে বাঁচতে সয়ং যমরাজকেও টিকা নিতে হয়।
Madhya Pradesh: Donning the garb of 'Yamraj', a policeman took COVID-19 vaccine in Indore yesterday to spread the message that every frontline worker should take COVID-19 vaccine when their turn comes. pic.twitter.com/61rVcOkMmX
— ANI (@ANI) February 11, 2021
Post a Comment
Thank You for your important feedback