লোকাল ও দূরপাল্লার ট্রেনের সময়সূচি দেখার জন্য বহু মোবাইল অ্যাপ রয়েছে। কিন্তু পূর্ব রেল শুধুমাত্র শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য নতুন মোবাইল অ্যাপ নিয়ে এল। যা কেবলমাত্র শিয়ালদা স্টেশন থেকে ছাড়া ও ঢোকার ট্রেনগুলি সম্পর্কে তথ্য জানাবে। পূর্ব রেলের কর্তাদের দাবি, এই অ্যাপটির মাধ্যমে যাত্রীরা ট্রেনের ১০০% সঠিক তথ্য পাবেন। জিপিএস বেসড হওয়ায় ট্রেনের অবস্থান নির্ভুলভাবে জানা যাবে। ট্রেনটি কোথায় আছে, কত লেট করছে এবং নির্দিষ্ট স্টেশনে কখন আসবে সবই নির্ভুলভাবে দেখাবে এই মোবাইল অ্যাপ। অ্যাপটির নাম রাখা হয়েছে, ‘শিয়ালদহ সাবারবন ট্র্যাকিং সিস্টেম’ (Sealdah Suburban Tracking System)।
যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা
যাবে। যেকোনও অ্যানড্রয়েড চালিত মোবাইল ফোনে কাজ করবে পূর্ব রেলের এই নতুন
অ্যাপটি। শিয়ালদা ডিভিশনের ডিআরএম এসপি সিং জানিয়েছেন, সাধারণ যাত্রীদের
কথা মাথায় রেখেই এই মোবাইল অ্যাপটি তৈরি করা হয়েছে। যাতে রিয়েল টাইম তথ্য
পেতে পারেন সকলে।
Post a Comment
Thank You for your important feedback