প্রেমদিবসে জনপ্রিয় টলি দম্পতির ভাইরাল ভিডিয়ো

টলিউডের জনপ্রিয় দম্পতি রাজ-শুভশ্রী। সোশাল মিডিয়ায় তাঁরা এমনিতেই বেশ জনপ্রিয়। আজ তো আবার প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন ডে। আর আজ তাঁরা সোশাল মিডিয়ায় কিছু শেয়ার করবেন না সেটা হতেই পারে না। বিশেষ করে ইউভানের জন্মের পর এটাই তাঁদের প্রথম ভ্যালেন্টাইন ডে। ফলে সেলিব্রেশনের মাত্রা যে বেশিই হবে সেটা বলাই বাহুল্য।


এই বিশেষ দিনে পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছোট্ট ভিডিও শেয়ার করলেন। আর নায়িকা শুভশ্রী ক্যাপশনে লিখলেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে রাজ চক্রবর্তী’। ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, পরে আরও একটি ছোট্ট ভিডিও শেয়ার করে জানিয়ে দিলেন, লং ড্রাইভে বেরিয়ে পড়েছেন তাঁরা। টলিউডের নায়িকা অবশ্য ধরা দিলেন ক্যাজুয়াল লুকে। সাদা ঢিলেঢালা টি-সার্ট আর রোদ চশমায় শুভশ্রীর পাশেই খোস মেজাজে দেখা গেল গোলাপী পোশাকের রাজ চক্রবর্তীকে। 



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post