সুনামির সতর্কতা জারি করল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ভোরে সমুদ্রে ধারে বসবাসকারী নাগরিকদের সরে যেতে বলেছে দুই দেশের সরকার। প্রশান্ত মহাসাগরের লয়াল্টি দ্বীপের দক্ষিণপূর্বে ৭.৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। তারপরই এই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আহিপারা, বে আইল্যান্ড, গ্রেটার বেরিয়ার দ্বীপ, মাটাটা, তোলাগা বে, সর্বত্র চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। ওই ভূকম্পের জেরে ঢেউ উত্তাল হবে, ভয়ঙ্কর সামুদ্রিক টান হবে।
অস্ট্রেলিয়াতেও সুনামির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সে দেশের আবহাওয়া বিভাগ। ইউরোপিয়ান ভূকম্পন পরিমাপ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎস নিউ ক্যালিডোনিয়ার তাদিনের ৪১৭ কিলোমিটার দূরে। গভীরতা ছিল ১০ কিলোমিটার। মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, আমেরিকান সামোয়া, ভানাতু, ফিজিতেও এর প্রভাব পড়তে পারে। সেখানে সমুদ্রের ঢেউ এক মিটার পর্যন্ত উঠে যেতে পারে।
Post a Comment
Thank You for your important feedback